প্রফেসর ড. পার্থ প্রতীম ধর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামের ধর পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম- পীযুষ কান্তি ধর ও মাতার নাম- স্মৃতি রেখা ধর। তিনি চতুর্দশ বি.সি.এস পরীক্ষার মাধ্যমে ১৯৯৩ সালে প্রভাষক হিসাবে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। কর্ম জীবনে বিভিন্ন সরকারি কলেজে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিষ্ট্রার পদে দায়িত্ব পালন করেন এবং লিয়েনে কিং সৌদ বিশ্ববিদ্যালয়, রিয়াদ, সৌদি আরবে অধ্যাপনা করেন। তিনি ২০০৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। দেশে বিদেশে বিভিন্ন জার্নালে তিনি ২০টির মতো গবেষনা প্রবন্ধ প্রকাশ করেন।